পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি (PREMIERCEM) চলতি অর্থবছরের ৩য় প্রান্তিকের (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) ও (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি মাসে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
৩য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.৯২ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.১৪ টাকা।
গত ৩ মাসে কোম্পানিটির আগের চেয়ে মুনাফা ১৯৮৫ শতাংশ বেড়েছে।
অপরদিকে ৯ মাসে (জুলাই ২০২২ – মার্চ ২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ০.৩৭ টাকা। গত ৯ মাসে কোম্পানিটির আগের চেয়ে ৪৫ শতাংশ মুনাফা বেড়েছে।
গত ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ(NOCFPS) হয়েছে ৫.৭০ টাকা যা আগের বছরে ছিল ৪.৮৫ টাকা এবং শেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৬৬.৫৯ টাকা। যা আগের বছরে ছিল ৬৭.১৩ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটি ২য় প্রান্তিক পর্যন্ত লোকসানে ছিল, ২য় প্রান্তিকের ৬ মাসে কোম্পানিটি প্রতি শেয়ারে ২.৪৫ টাকা লোকসানে ছিল। ডলারের দাম বাড়ার কারণে কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যাওয়াতে লোকসানে ছিল কোম্পানিটি।
কোম্পানি আরও জানিয়েছে যে জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩ সময়কালে EPS উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কারণ জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ সময়ের তুলনায় কোম্পানির আয় ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ সিমেন্ট ও খালি ব্যাগ বিক্রির পরিমাণ বেশি ছিল তাই মুনাফা বেড়েছে ।
সার্বিক সমস্যা মোকাবেলা করে কোম্পানিটি মুনাফায় ফেরায় বিনিয়োগকারীদের মনে হাসি ফুটে উঠেছে অনেকদিন পরে।