আজ সোমবার ১৬ই জানুয়ারি ২০২৩, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৫২ টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৬ টি শেয়ারের দাম কমেছে।
আজ শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের, গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ৭৪.৯০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দাম ৭১.৪০ টাকা। আজ কোম্পানিটির শেয়ারের দাম ৩.৫০ টাকা কমেছে, যা শতাংশের দিক দিয়ে ৪.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে এসেছে ।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দাম কমেছে ৪.১৪ শতাংশ।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কমেছে ৩.৭৭ শতাংশ কমেছে। এছাড়া বিডি থাই ফুড ৩.৫৫ শতাংশ, বিকন ফার্মা ৩.০৮ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স ২.৬২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ২.১৬ শতাংশ, ইস্টার্ণ হাউজিং ১.৯৬ শতাংশ, নাভানা ফার্মা ১.৮১ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড ১.৫৯ শতাংশ দাম কমেছে।
উল্লেখ্য আজ টপ ২০ লুজার তালিকাতে বেশির ভাগই ছিল ইন্সুরেন্স খাতের শেয়ার।