ঢাকা শেয়ার বাজার

১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার ৫ ফাল্গুন ১৪৩১

দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখেছে খুলনা পাওয়ার, চুক্তি নিয়ে অনিশ্চয়তা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নিয়ে অনিশ্চয়তার কারণে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KFCL)।

বিদ্যুৎ কেন্দ্র দুটি হলো খুলনায় ১১৫ মেগাওয়াট কেপিসি ইউনিট-২ ও যশোরের নোয়াপাড়ায় ৪০ মেগাওয়াট প্লান্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুসারে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনার পর ২০২৪ সালের এপ্রিল থেকে গ্যারান্টিযুক্ত অফটেক ছাড়াই ‘নো ইলেকট্রিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে এসব প্লান্টের কার্যক্রম চলছিল। বিপিডিবির সঙ্গে আলোচনা সত্ত্বেও আনুষ্ঠানিক কোনো ক্রয় চুক্তি হয়নি। বিপিডিবি এসব কেন্দ্রের জন্য বিদ্যুতের চাহিদা প্রকাশ না করায় ভবিষ্যৎ বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে পিপিএ স্পষ্ট না হওয়া পর্যন্ত প্লান্টগুলো বন্ধ রেখেছে কেপিসিএল।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (KFCL) ১৯৯৭ সালে দেশের প্রথম আইপিপি হিসেবে যাত্রা শুরু। কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৫ কোটি ৩৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে ৬৯.৯৯ শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.১৫, বিদেশী 0.১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২0.৭৬ শতাংশ শেয়ার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।