দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়লো। এতে দেশের ইতিহাসে প্রথম বারের মতো প্রতি ভরি সোনার দাম ৯০ হাজার ছাড়িয়ে গেল। এই বার ভরিতে বাড়ছে ২ হাজার ৩৩৩ টাকা।
নতুন এই দর আজ রোববার থেকে সারা দেশে কার্যকর। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
সর্বশেষ ৩০ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ায় তারা। তখন সমিতির নেতারা যুক্তি দেখান, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও সোনার দাম বাড়ানোর পেছনে একই কারণ দেখালেন তারা।
দাম বাড়ায় আজ রবিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯০ হাজার ৭৪৬ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ২৪১ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬১ হাজার ৮৭৮ টাকা।
সমিতির তথ্যানুযায়ী, আজ রবিবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়ছে।
এদিকে দীর্ঘদিন শুধু সোনার মূল্য হ্রাস, বৃদ্ধি করলেও রুপার দাম অপরিবর্তিত রাখে বাজুস। কিন্তু এবার রুপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ রবিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়াচ্ছে ১ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম বেড়ে ১ হাজার ৫০ টাকা হবে।
একটি রেসপন্স
Day by day gold go beyond the reach of common people. In the future, common people will no longer buy gold without marriage. Also, due to the increase in the price of gold, small businessmen will be losers.