ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

নতুন করে আরও ৩ কোম্পানি জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। যা আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

কোম্পানি তিনটি হলো- বসুন্ধরা পেপার ,মেঘনা সিমেন্ট ও স্টাইল ক্রারাপট লিমিটেড

প্রসঙ্গত, বসুন্ধরা পেপার ও মেঘনা সিমেন্ট এতদিন ‘এ’ ক্যাটাগরিতে ছিল এবং স্টাইল ক্রারাপট লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, ২০ মে ২০২৪ তারিখের BSEC নির্দেশিকা নং BSEC/CMRRCD/2009-193/77 এর বিধান ১(a) অনুসারে টানা ২ (দুই) বছর ধরে কোনও লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হলে সেই কোম্পানি শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে।

বিএসইসির নির্দেশিকা মোতাবেক বসুন্ধরা পেপার, মেঘনা সিমেন্ট ও স্টাইল ক্রারাপট লিমিটেড কোম্পানি তিনটি পরপর ২ বছর লভ্যাংশ না দেয়াতে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানি তিনটিকে আজ থেকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

জেড ক্যাটাগরির শেয়ার সংখ্যা বেড়েই চলছে।আজকের তিনটিসহ বাজারে এখন জেড ক্যাটাগরির শেয়ার সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০১ টি তে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।