পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (BATBC) কোম্পানিটি উৎপাদন বাড়াতে নতুন করে ৬০ কোটি ৭০লাখ টাকা বিনিয়োগ করবে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই তথ্য জানানো হয়।
বৈঠকে ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ’২৩) অনিরীক্ষিতআর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩–মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিকপ্রতিবেদন প্রকাশ করেছে। ১০ ই মে ২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
১ম প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে ৮.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৭.৭৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেড়েছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক হয়েছে (২.০৯) টাকা, যা আগের বছরে ছিল ৬.১১ টাকা। গত ৩ মাসে কোম্পানিটিরনেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। কোম্পানিটি জানিয়েছে যে, উচ্চহারে মূল্য সংযোজনকর, সম্পূরক শুল্ক ইত্যাদি পরিশোধের কারণে ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়েছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে৭৪.৭১ টাকা। যা আগের বছরে ছিল ৬০.৮৬ টাকা।
কোম্পানিটি উৎপাদন বাড়াতে নতুন করে ৬০ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। বৈঠকে জানানো হয় নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। তবে নতুন বিনিয়োগে কী পরিমাণ নিজস্ব তহবিল ও কি পরিমাণ ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানানো হয়নি।
কোম্পানিটি জানিয়েছে যে , নতুন বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা ওউৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি ও মুনাফায় কি প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।