ঢাকা শেয়ার বাজার

১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার ৩০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বিনিয়োগ বাড়াচ্ছে ব্রিটিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ব্রিটিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (BATBC) কোম্পানিটি উৎপাদন বাড়াতে নতুন করে ৬০ কোটি ৭০লাখ টাকা বিনিয়োগ করবে। গতকাল কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই তথ্য জানানো হয়।

বৈঠকে ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারিমার্চ২৩) অনিরীক্ষিতআর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি২৩মার্চ২৩) অনিরীক্ষিত আর্থিকপ্রতিবেদন প্রকাশ করেছে। ১০ মে ২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদনপর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

 

প্রান্তিকে কোম্পানিটি গত মাসে (জানুয়ারী ২০২৩মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে .৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল .৭৩ টাকা। গত মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে শতাংশ বেড়েছে।

গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) ঋণাত্মক হয়েছে (.০৯) টাকা, যা আগের বছরে ছিল .১১ টাকা। গত মাসে কোম্পানিটিরনেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। কোম্পানিটি জানিয়েছে যে, উচ্চহারে মূল্য সংযোজনকর, সম্পূরক শুল্ক ইত্যাদি পরিশোধের কারণে ক্যাশ ফ্লো ঋণাত্মক হয়েছে।

গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে৭৪.৭১ টাকা। যা আগের বছরে ছিল ৬০.৮৬ টাকা।

কোম্পানিটি উৎপাদন বাড়াতে নতুন করে ৬০ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ করবে। বৈঠকে জানানো হয় নিজস্ব তহবিল ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগের অর্থ যোগান দেওয়া হবে। তবে নতুন বিনিয়োগে কী পরিমাণ নিজস্ব তহবিল কি পরিমাণ ব্যাংক ঋণের মাধ্যমে সংস্থান করা হবে তা জানানো হয়নি।

কোম্পানিটি জানিয়েছে যে , নতুন বিনিয়োগের ফলে কোম্পানির উৎপাদনক্ষমতা উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে। তবে এই উৎপাদনক্ষমতা কতটা বাড়বে তার ফলে কোম্পানির মোট পণ্য বিক্রি মুনাফায় কি প্রভাব পড়বে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!