পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (NAVANAPHAR) আংশিক রূপান্তরযোগ্য বন্ড ইস্যু করবে। এই বন্ড ছেড়ে বাজার থেকে কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
আজ রবিবার ১১ই জুন ২০২৩, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম বৈঠকে বন্ডইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচিত বন্ডের মেয়াদ হবে ৫ বছর। এটি হবে আংশিক রূপান্তর যোগ্য (Partially Convertible) অর্থাৎ এই বন্ডের অংশ বিশেষ শেয়ারে রূপান্তর করা যাবে। এটি একই সঙ্গে Fully Redeemable, অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন হবে।
কোম্পানিটি জানিয়েছে যে বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ আংশিক ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারহোল্ডারদের সম্মতির জন্যে আগামী ৩১ জুলাই ২০২৩ বিশেষ সাধারণ সভা (ইজিএম) হবে।ঐ দিন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাট ফর্মে ঘোষিত ইজিএম অনুষ্ঠিত হবে। এই ইজিএমের জন্যে আগামী ৫জুলাই ২০২৩ রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।