নারায়ণগঞ্জে কাছাকাছি সময়ে একটি স্পিনিং মিল ও একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে।
মঙ্গলবার বেলা সোয়া একটায় রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকার নান্নু স্পিনিং মিলে এবং বেলা ১টা ৩৫ মিনিটে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকার এইচপি কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ড হয়।
আগুন নিয়ন্ত্রণে দুটি কারখানায় ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে। আজ বেলা তিনটা পর্যন্ত ঘটনা দুটিতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাঁদের কারখানায় হাইড্রোজেন পার–অক্সাইড তৈরি হয় উল্লেখ করে এইচপি কেমিক্যাল লিমিটেডের বিপণন বিভাগের প্রধান (হেড অব সেলস) বাকি উল্লাহ প্রথম আলোকে বলেন, দুপুর দেড়টার দিকে আগুন লাগে। কারখানায় সব মিলিয়ে শতাধিক শ্রমিক কাজ করে। তবে আজ কারখানার উৎপাদন বন্ধ থাকায় ভেতরে তেমন শ্রমিক ছিল না।
বাকি উল্লাহ আরও বলেন, ‘কারখানায় কোনো শ্রমিক আটকে পড়ার খবর আমরা পাইনি। আগুন লাগার কারণ জানতে পারিনি।’
ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কারখানাগুলোয় কোনো শ্রমিক আটকে পড়ার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া একটার দিকে নান্নু স্পিনিং মিলে আগুনের লেলিহান শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।