পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্সুরেন্স খাতের কোম্পানি নিটোল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (NITOLINS) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি জানিয়েছে যে, পরিচালনা পর্ষদ প্লট নং-১২২, রোড নং-১০৩, সেক্টরে অবস্থিত ১০ কাঠা (১৬.৫০ ডেসিমাল ) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। জমির ঠিকানা ০৩ , পূর্বাচল নিউ টাউন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের জোট নং ২৩১৭। জমির দাম মোট ২০.৭০ কোটি টাকা (প্রায়), রেজিস্ট্রেশনের খরচ, ভ্যাট, AIT এবং অন্যান্য গ্রহণযোগ্য খরচ ব্যতীত।
উল্লেখ্য, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (IDRA) এর অনুমোদন সাপেক্ষে জমি ক্রয় করা হয়েছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।