পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি(NPOLY)কোম্পানির ICB মনোনীত পরিচালকের মনোনয়ন গ্রহণ করেছে।
কোম্পানিটি জানিয়েছে যে পরিচালনা পর্ষদ ICB অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিলিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিসেস মাহমুদা আক্তারেরমনোনয়ন গ্রহণ করেছে এবং তাকে কোম্পানির মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।তিনি বর্তমান মনোনীত পরিচালকজনাব নুরুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়েছেন,যা গত২৪ মে,২০২৩ থেকে কার্যকর হয়েছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।