আজ রবিবার ১১ই জুন ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টকএক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৮৮ শেয়ারের মোট লেনদেন হয়েছে ৮৫.৯৮ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৯৪ কোম্পানির লেনদেন হয়েছিল ৭৪.৮৫ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১১.১৩ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্সুইরেন্সের, লেনদেন হয়েছে ৩১৪.৬৪ লাখ শেয়ারের। এর পরেই বেশি লেনদেন হয়েছে শাইন পুকুর সিরামিকের ৮.৭৫ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন হয়েছে ৬.২২ লাখ, এমারেল্ড অয়েলের লেনদেন হয়েছে ৫.৩৩ লাখ ও সিলভা ফার্মার লেনদেন হয়েছে লেনদেন হয়েছে ৫.০৯ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন রুপালী লাইফ ইন্সুইরেন্সের, আজ কোম্পানিটির ৩২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপরে বেশি লেনদেন হয়েছে এমারেল্ড অয়েলের ৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার, লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে শাইন পুকুর সিরামিকের ৩.৭৬ কোটি টাকার ও বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২.৭৯ কোটি টাকার।
উল্লেখ্য, আজ মূল বাজারে পতনে থাকা রুপালি লাইফ ব্লক মার্কেটে রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। এর আগেও গত সপ্তাহে কোম্পানিটির বড় পরিমানের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছিল। বাজারে গুজব ঘুষ / টাকা দিয়ে রুপালী লাইফের শেয়ার পার্কিং করাচ্ছে লোভ দেখিয়ে বড় বড় বিও হিসাবে। বাজারে গুজব চলছে শেয়ারের দাম ৩০০/৪০০ যাবে এই লোভে পরে মানুষ ক্রয় করছে, এমনটি লোক মুখে শোনা যাচ্ছে।