ঢাকা শেয়ার বাজার

২৩ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ৯ মাঘ ১৪৩১

পহেলা জুন বাজেট ঘোষণা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন আগামী ১লা জুন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানের সভাপতিত্বে গত রোববার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

দেশের ইতিহাসে দ্বিতীয়বার ১লা জুন বাজেট উপস্থাপন করা হচ্ছে জাতীয় সংসদে। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে ২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন ১লা জুন। অর্থমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমদ দেশের প্রথম বাজেট (৭৮৬ কোটি টাকা) সংসদে উপস্থাপন করেছিলেন ৩০শে জুন।

অর্থ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১লা জুনের কাছাকাছি ২লা জুন বাজেট উপস্থাপিত হয়েছে এখন পর্যন্ত মোট দুবার। প্রথমবার ১৯৭৯ সালের ২রা জুন তৎকালীন অর্থমন্ত্রী মির্জা নুরুল হুদা ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট এবং আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন ২রা জুন।

জুনের পয়লা তারিখে বা শুরুতে বাজেট উপস্থাপিত হলে তা নিয়ে আলোচনার সময় বেশি পাওয়া যায়। কিন্তু আগামী অর্থবছরের বাজেট নিয়ে সে সুযোগ তেমন হবে না। কারণ, জুনের শেষ দিকে ঈদুল আজহার ছুটি থাকবে। তাই আগামী অর্থবছরের বাজেট পাস হতে পারে জুন মাস শেষ হওয়ার এক সপ্তাহ আগে।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, নতুন অর্থবছরে বাজেটের আকার হবে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো। চলতি ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেট ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা, যা পরে সংশোধন করে কিছুটা কমানো হয়।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।