আধুনিক যুগে এসেও বাংলাদেশের শেয়ার বাজারে আধুনিকতার ছোঁয়া পূর্ণতা পাচ্ছেনা। দুঃখ জনক হলেও সত্য পুঁজিবাজারে তালিকাভুক্ত অনেক কোম্পানির ওয়েব সাইটে প্রবেশ করা যায়না সক্রিয় না থাকার কারণে।
ডিএসইর এবং সিএসইর ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানি গুলোর মধ্যে অনেক গুলির ওয়েবসাইটে যে কোম্পানির তথ্য দেয়া আছে, তা অনেকদিন আপডেট করা হয়না, বিশেষ করে ফোন নাম্বার ও অফিসের ঠিকানা আপডেট থাকেনা। কোন কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণা হবার ১ ঘন্টার মধ্যে, প্রতিটি কোম্পানিকে বাধ্য করা হোক, যেন তাদের লভ্যাংশ ও ইপিএস কেন্দ্রিক ঘোষণাটি তাদের ওয়েবসাইটে সহজ ভাবে দেয়া হয়। যাতে যে কেউ ওয়েব সাইটে ডুকলেই খবর টি দেখতে পারে।
আশ্চর্য জনক হলে সত্য যৎসামান্য কোম্পানি মিটিং হবার পরে তাদের ওয়েবসাইটে লভ্যাংশ বা প্রান্তিক ইপিএসের খবর আপডেট করে। যে কারণে একটি কোম্পানি কি ঘোষণা করল তা নিজের চোখে দেখতে পারেন না বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীগন বাধ্য হয়ে বিভিন্ন অনলাইন পোর্টালে খবর দেখতে। সেখানে আরও সমস্যাতে পরেন বিনিয়োগকারীগন। কেননা অনেক অনলাইন পোর্টালে ভুল ভাবে খবর উপস্থাপন হবার কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওয়েবসাইট আপডেট রাখা সহ নানাবিধ সমস্যা নিয়ে কাজ করার জন্যে অনুরোধ করে থাকেন কর্তৃপক্ষে সাধারণ বিনিয়োগকারীরা।
2 Responses
A lot of thanks “Dhaka Share Bazar” for publishing as such news on behalf of Investors of Bangladesh Capital Market.
A lot of thanks to”Dhaka Share Bazar”for published as such news on behalf of investors of Bangladesh Capital Market.