পুঁজিবাজারে ব্যাংকগুলির সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্যে মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।যে সকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ আছে সেগুলির নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্যে ৩১ শে ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত সময় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার (১৯ ডিসেম্বর উক্ত নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার ও প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং ডিওএস সার্কুলার লেটার নং -০৭/২০১৪ অনুযায়ী পুঁজিবাজারে ৩১ আগস্ট, ২০২২ ভিত্তিক যেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোনো কোম্পানির শেয়ার ধারণের ক্ষেত্রে)রয়েছে, সেসব ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্যে একই আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
5 Responses
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনাদের পেপারটি আশাকরি এভাবে আরো ভাল খবর পাব।সেই প্রত্যাশাই রাখি।
Thanks brother.yes Insha Allaah
এই বিষয় এত বছর বাড়ানো হলো অথচ এই এডজাস্টমেন্টের কারনেই ২০১১ সালে বাজারের ব্যাপকভাবে পতন হয়েছিল।
Thank you very much for sending the current related message for us .
I pray for your success of newspaper ” DhakaSharebazar” .
Hope, We are getting the Genuine and Authentic news from your share related newspaper .
Thanks brother.