ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৫ শনিবার ২৩ কার্তিক ১৪৩২

পুরস্কারে ফিরলেন বলিউড বাদশা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

তিনি ‘বলিউড কিং খান’। কিন্তু দীর্ঘদিন ধরে ছিলেন পুরস্কার খরায়। এ নিয়ে হয়তো মনে মনে হতাশার বীজ বুনেছিলেন শাহরুখ খান হয়তো। তবে গত বছর ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সাফল্যের শীর্ষে উঠেছিলেন বলিউডের বাদশা। আর এই বছরের শুরুতে পুরস্কারের খরাও কাটল কিং খানের। তাঁর হাতে উঠল দাদাসাহেব ফালকের সেরা অভিনেতার পুরস্কার।

গত মঙ্গলবার (২০ শে ফেব্রুয়ারি) মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড-২০২৪। গত বছরের দ্বিতীয় হিট ছবি ‘জওয়ান’–এর জন্য সেরা অভিনেতার পুরস্কারটি নিজের ঝুলিতে পুরেছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান।

আরও পড়ুন…

আসছে ‘পাঠান ২’ শাহরুখ খানের

পুরস্কার হাতে নিয়ে শাহরুখ বলেন, ‘জুরি মেম্বারদের প্রতি শুকরিয়া জানাচ্ছি যে সেরা অভিনেতা হিসেবে আমাকে যোগ্য মনে করেছেন তাঁরা। অনেক বছর হয়ে গেছে সেরা অভিনেতার পুরস্কার পাইনি আমি। তাই মনে হয়েছিল আর কখনোই পুরস্কার পাব না আমি। পুরস্কার আমার খুব ভালো লাগে, এ জন্য কিছুটা লোভীও আমি।’

নিজের বক্তব্যে পুরো ‘জওয়ান’ টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ খান। বলেন, ‘পুরস্কারটি পেয়ে যেমন রোমাঞ্চিত, তেমনি আবেগাপ্লুত আমি। কারণ, মানুষ আমার কাজকে স্বীকৃতি দিয়েছে।

আরও পড়ুন…

শাহরুখের ‘ডাঙ্কি’ অস্কারের দৌড়ে

“জওয়ান” সিনেমার সঙ্গে অনেক মানুষের পরিশ্রম জড়িয়ে আছে। তাদের জন্যই আজ সেরা অভিনেতার পুরস্কার পেয়েছি আমি। কথা দিচ্ছি, ভারত এবং দেশের বাইরের মানুষকে আনন্দ দিতে কঠিন পরিশ্রম করে যাব আমি। এ জন্য নাচতে হলে নাচব, উড়তে হলে উড়ব, পড়ে যেতে হলে তা–ই করব, প্রেম করব; শয়তান, খারাপ মানুষ কি ভালো মানুষ—পর্দায় সবকিছু হতেই রাজি আমি। ইনশা আল্লাহ, কঠিন পরিশ্রম করে যাব আমি।’

শুধু সেরা অভিনেতাই নয়, ‘জওয়ান’-এর ঝুলিতে উঠেছে একগাদা পুরস্কার। সেরা চলচ্চিত্রের পুরস্কারটিও জিতে নিয়েছে ‘জওয়ান’। ‘মোস্ট ভার্সেটাইল অ্যাকট্রেস অব দ্য ইয়ার’ জিতেছেন ‘জওয়ান’ অভিনেত্রী নয়নতারা।

এ ছাড়া সমালোচক ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন নির্মাতা অ্যাটলি কুমার।

শুধু তা–ই নয়, শাহরুখ খানের ‘পাঠান’ও জিতে নিয়েছে সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার। এই পুরস্কার উঠেছে বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার হাতে।

আরও পড়ুন…

শাহরুখের স্ত্রীর বিরুদ্ধে মামলা

২০১৮ সালে ‘জিরো’ মুক্তির পর ২০২৩ সালের জানুয়ারিতে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ নিয়ে আবারও বড় পর্দায় হাজির হন শাহরুখ খান। এর পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে থাকে ‘পাঠান’। সেপ্টেম্বরে বক্স অফিসে ‘জওয়ান’ নিয়ে হাজির হন কিং খান। বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপি আয় করে ছবিটি। এরপর বছরের শেষে ডিসেম্বরে আসে ‘ডানকি’। এটিও শাহরুখের ব্যবসা সফল সিনেমা।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।