পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতে মোট ১১ টি কোম্পানি আছে। এর মধ্যে ১০ কোম্পানি ইতিমধ্যে ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে।
শুধুমাত্র ১ টি কোম্পানি এখনো ইপিএস দেয়ার তারিখ জানায়নি সেটি হল ইনটেক লিমিটেড।
উল্লেখ্য ইনটেক লিমিটেড কোম্পানিটি লভ্যাংশ ঘোষণা দেড়ি করে দেয়াতে ১ম ও ২ য় প্রান্তিক ইপিএস ঘোষণার তারিখ দেয়নি।গত ২৬ জানুয়ারি ,২০২৩ তারিখ তারা জানিয়েছে তারা কোন লভ্যাংশ দিবেনা।কোম্পানিটির রেকর্ড ডেট ২০ ফেব্রুয়ারিতে এবং কোম্পানিটির বাৎসরিক সভার তারিখ এখনো জানায়নি।
তাই ধরে নেয়াই যায় কোম্পানিটির চলতি অর্থ বছরের প্রান্তিক ইপিএস দেয়ার তারিখ আসতে হয়ত সময় লাগবে।
উল্লেখ্য, যে ১০ টি কোম্পানি ২য় প্রান্তিক ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে ৭ কোম্পানির উভয় প্রান্তিকে মুনাফা বেড়েছে।
২ টি কোম্পানির গত ৩ মাসে কিছু মুনাফা কমেছে তবে ৬ মাস মিলে ইতিবাচক আছে।
শুধুমাত্র ১ টি কোম্পানির আয় কমেছে, সেটি হলো আমরা টেকনোলজি লিমিটেড। আমরা টেকটেকনোলজির কেন মুনাফা কমেছে সে ব্যাপারে কোম্পানিটি ব্যাখ্যা দিয়েছে।
সার্বিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে , ডলার সংকট ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে পুরো জুন ক্লোজিং শেয়ারের মধ্যে একমাত্র আইটি খাতের শেয়ারগুলিই আগের বছরের মুনাফার ধারা ধরে রেখেছে।
উল্লেখ্য গত ৩/৪ মাসের বাজার পরিক্রমায় আইটি খাতের প্রতি বিনিয়োগকারীদের একটি সুনজর দেখা যাচ্ছে।