পূর্বের ফ্লোর প্রাইজ উঠানো ১৬৯ টি কোম্পানির নতুন করে ফ্লোর প্রাইজ বেধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা । গত ২৬ শে ফেব্রুয়ারী থেকে ১ লা মার্চ এই ৪ দিনের ক্লোজিং বাজার মূল্যের গড় দামই হবে নতুন ফ্লোর প্রাইজ।
প্রজ্ঞাপন অনুযায়ী আরও উল্লেখ্য , আলোচিত কোম্পানিগুলোর শেয়ারের ওপেনিং প্রাইস হবে গত ২৮ জুলাই নির্ধারিত ফ্লোরপ্রাইস অথবা গত ২৬ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ৪ দিনের গড় মূল্যের মধ্যে যেটি কম, সেটি। একইসাথে এটি হবে নতুন ফ্লোরপ্রাইস।
উদাহরণ হিসাবে আমরা AMCL PRAN এর গত ৪ দিনের ক্লোজিং দাম যোগ করে ৪ দিয়ে ভাগ করলে আমরা নতুন ফ্লোর প্রাইজ পাবো।
উল্লেখ্য নতুন করে ফ্লোর প্রাইজ সেট হবার কারণে কোন শেয়ারের দাম আজকের ক্লোজিং চেয়ে কম দাম হতে পারে।
4 Responses
How long is the conspiracy going on about Bangladesh A Market? How long will this continue?
thanks.nice brief
পুরো বিষয়টাই একটা ফাইজলামি
কথা সত্য ।আসলে বাজার জুড়ে ভুলভাল সিদ্ধান্ত দিয়ে বাজারকে স্থবির করে রেখেছে ।