আজ বুধবার, ১১ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক ও লেনদেন ইতিবাচক ধারাতে চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। আজ বেলা ১১.৩৫ টা পর্যন্ত ডিএসইতে ২০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০ টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৭টির।