পুঁজিবাজারের তালিকাভুক্ত ২ টি কোম্পানির ১ম প্রান্তিক ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে।
কোম্পানি ২ টি হলোঃ রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডঃ
কোম্পানির টি আগামি ১৭ ই এপ্রিল,২০২৩ বেলা ৩ টায় ১ম প্রান্তিক ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে।
গত বছর কোম্পানিটির ১ম প্রান্তিকে আয় ( ইপিএস) ছিল ১৯.২৫ টাকা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডঃ
কোম্পানিরটির আগামি ১৮ ই এপ্রিল,২০২৩ বেলা ৩ টা ৩০ মিনিটে ১ম প্রান্তিক ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে।
গত বছর কোম্পানিটির ১ম প্রান্তিকে আয়(ইপিএস) ছিল ০.৩৯ টাকা।