পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংক লিমিটেড (PRIMEBANK) এর ইনভেস্টর রিলেশন অফিসের ঠিকানা পরিবর্তন করেছে।
ব্যাংকটি জানিয়েছে যে ব্যাংকের ইনভেস্টর রিলেশন অফিস আগামী ২ মে,২০২২৩ থেকে নতুন ঠিকানায় সব ধরনের কাজ শুরু করবে।নতুন ঠিকানা, প্রাইম টাওয়ার, প্লট-৩৫ ও ৮ (প্রথম তলা), নিকুঞ্জ সি/এ, ঢাকা -১২২৯.