প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমতি পেয়েছে ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
আজ ২৫ জানুয়ারী বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৫৩ তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র ,মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রতিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা উত্তোলন করে সরকারি ট্রেজারী বন্ড,পুঁজিবাজারে বিনিয়োগ,এফডিয়ার বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরন করতে পারবেনা।