পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেড (FUWANGFOOD) গত ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্যে ০.৫০ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মানে প্রতি শেয়ার হোল্ডার শেয়ার প্রতি ০৫ পয়সা লভ্যাংশ পাবেন।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২২-ডিসেম্বর ২০২২) শেয়ার প্রতি হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.০৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ২৩৩ শতাংশ বেড়েছে ।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২২-ডিসেম্বর ২০২২) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে ৫৫ শতাংশ বেড়েছে।
শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS)হয়েছে ০.০৮ টাকা। যা আগের বছর ছিল ০.৪০ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩.৭৪ টাকা, যা আগে ছিল ৩.৪৬ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ শে মার্চ ২০২৩। উল্লেখ্য, আজ কোম্পানিটির নোলিমিট প্রাইজে লেনদেন হবে।