ব্লোক লেনদেনের সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা কমানোর দাবি বিনিয়োগকারীদের।
সাধারণ বিনিয়োগকারীগন ব্লোক লেনদেনে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের দাবি লেনদেনের সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা কমিয়ে অন্তত ১/২ লাখ টাকা করা হোক।
কেননা ৫ লাখ টাকার বিধিনিষেধ থাকাতে অনেক বিনিয়োগকারী শেয়ার ক্রয়/বিক্রয় করতে পারছেন না।
বিনিয়োগকারীদের দাবি ব্লোক লেনদেনে সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা কমিয়ে দেয়া হোক।
বড় বিনিয়োগকারীগন এই সুবিধা পেলে কেন তারা পাবেন না। বিনিয়োগকারীদের ক্ষেত্রে ব্লক মার্কেটে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা পাঁচ লাখ টাকা। অর্থাৎ, একজন বিনিয়োগকারী ব্লক মার্কেট থেকে কোনো কোম্পানির শেয়ার কিনতে বা বিক্রি করতে চাইলে তাঁকে বাজারমূল্যে ওই কোম্পানির ন্যূনতম পাঁচ লাখ টাকার সমপরিমাণ শেয়ার কিনতে/বিক্রি করতে হবে।
যেহেতু ফ্লোর দামের ১০% কমে ব্লোকে লেনদেন হচ্ছে ,সাধারণ বিনিয়োগকারীগন ও চাচ্ছে লেনদেনের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা কমিয়ে তাদের ও ফ্লোরে নিচে লেনদেনে অংশগ্রহণ করতে সহায়তা করা।
বিনিয়োগকারীদের দাবি হয় ফ্লোরের নিচে সবাইকে লেনদেন করার সুযোগ দেয়া হোক ,না হয় ফ্লোর প্রাইজের নিচে ব্লক মার্কেটে লেনদেন বন্ধ করে দেয়া হোক।
উল্লেখ্য, এই দাবি সাধারণ বিনিয়োগকারীদের ,তাই বিষয়টি যথাযথ করতৃপক্ষের ভেবে দেখা উচিৎ ।
3 Responses
This system must be stop.
ব্লকে কম দামে কিনতে পারলে মূল মার্কেটে বেশি দামে কেন কিনবে, ফলাফল মূল মার্কেট রান করবে না।
ব্লক মার্কেটের কারনে মূল মার্কেটের অনেক শেয়ার ফ্লোরে ব্লক হয়ে আছে