আজ মঙ্গলবার ১৬ ই মে ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৭২ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৩৫.৯০ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬১ কোম্পানির লেনদেন হয়েছিল ৩৯.৪৮ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ৩.৫৮ কোটি টাকার।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্সুরেন্স খাতের কোম্পানি ইউনিয়ন ইন্সুরেন্স লিমিটেড (UNIONINS), লেনদেন হয়েছে ৪.৯৫ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে মেট্রোস্পিনিং এর ৪.৮৮ লাখ, কেয়া কসমেটিকের লেনদেন হয়েছে ৪ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইলের লেনদেন হয়েছে ৩.২৯ লাখ ও কেডিএস এক্সেসোরিসের লেনদেন হয়েছে ৩.১২ লাখ শেয়ারের।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার (SQURPHARMA), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে ব্রিটিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশের কোম্পানি লিমিটেডের,প্যারামাউন্ট টেক্সটাইলের,অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ও কেডিএস এক্সেসোরিসের লিমিটেডের।
আজ বেশ কিছু বাজার মুভমেন্টে থাকা কোম্পানির মূল বাজার দামের চেয়ে ২/৮ শতাংশ বেশি দামে লেনদেন হয়েছে বেশ কিছু কোম্পানির।
অপর দিকে অন্তত ২০ টি কোম্পানির ফ্লোর দামের ৭/১০ শতাংশ কম দামে লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটের ফ্লোর দামের কম দামে লেনদেনে সুবিধা পাচ্ছেন মুষ্টিমেয় লোকজন। বিশেষ করে ব্লক মার্কেটের লেনদেনে উপকৃত হচ্ছে বড় বিনিয়োগকারী ও হাউজের মধ্যস্থতাকারী অফিসারেরা। কিছু কিছু হাউজের অফিসারদের মতলব থাকে কে কম দামে শেয়ার বিক্রি করে তার খোঁজ রাখা। আবার খোঁজ রাখে কে ব্লকে শেয়ার কিনবে। এইখানে কিছু মধ্যস্থতাকারী দালালের মাধ্যমে কম দামে শেয়ার কিনে নিচ্ছে এক শ্রেণির বিনিয়োগকারী। এমনও দেখা গিয়েছে ক্লাইন্টদের কাছ থেকে কম দামে শেয়ার কিনে কমিশন খেতে বেশি দামে বিক্রি করছে ব্লকের মাধ্যমে। ব্লক মার্কেটের এই বৈষম্য দূর করা উচিৎ । একই বাজারে দুই রকমের নিয়ম থাকা ঠিক না। ব্লক মার্কেটে ফ্লোর দামের কমে ক্রয়/বিক্রির ৫ লাখ টাকার বাধ্যবাধকতা তুলে নেয়া উচিৎ, তাহলে সবাই উপকৃত হতেন।
দুখঃজনক হলেও সত্য বাজারের বেশ কিছু শেয়ার এত দিনে ফ্লোর ভেঙে উঠে যেত যদি না ফ্লোরের নিচে ব্লক মার্কেটের লেনদেনের সিস্টেম না থাকত। ফ্লোরের নিচে ১০% কমে ব্লক লেনদেন যেন বাজারের জন্যে ১০ নং বিপদ সংকেত। এটি বন্ধ করা সময়ের দাবি। আশ্চর্যজনক হলেও সত্য ব্লক মার্কেটের নিচে কেনা, বেচার সুবিধা দেয়াতে মূলত লাভ হয়েছে ইন্সটিটিউট ও কিছু দালাল শ্রেণির লোকজনের।
একটি রেসপন্স
চেয়ারম্যান মহোদয় এর টা একটা চরম ভুল সিধান্ত।