আজ রবিবার ১২ ই মার্চ ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৬ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ১৮.০৭ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৫৭ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৩৬.৭০ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ১৮.৬৩ কোটি টাকা। আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসোসিয়েট অক্সিজেন লিমিটেডের (AOL), লেনদেন হয়েছে ৪.৮৯ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে বিডি ফাইনান্সের ৪.২২ লাখ, সামিট পাওয়ার লিমিটেডের ১.৫০ লাখ, আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন হয়েছে ১.২৭ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং এ লেনদেন হয়েছে ৯৯,৮০০ শেয়ারের। এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের (ALHAJTEX) পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ফাইনান্স, এসোসিয়েট অক্সিজেন লিমিটেড ও এডিএন টেলিকমের। ধাপে ধাপে কমে আসছে ব্লক মার্কেটে ফ্লোরের নিচে লেনদেনের পরিমান। আজ ব্লক মার্কেটে মোট লেনদেন হয়েছে ৪৬ টি কোম্পানির, এর মধ্যে মাত্র ১৬ টির দাম ফ্লোর দামের কমে লেনদেন হয়েছে। বাজারের সার্বিক উন্নতির জন্যে ফ্লোর প্রাইজের চেয়ে ১০% কমে লেনদেনের সুবিধা তুলে দেয়া উচিৎ। ফ্লোরের প্রাইজের কমে ব্লক মার্কেটে লেনদেন বাজারকে কোন সুবিধা দিচ্ছেনা বরং বাজারকে ক্ষতিগ্রস্ত করছেন বলে ধারণা ধারণা পোষণ একাধিক বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকগন। তাই বাজারের সার্বিক উন্নতির কথা বিবেচনাতে নিয়ে ফ্লোর প্রাইজের ১০% কমে ব্লক লেনদেন বহাল রেখে যদি বাজারের কোন উন্নতি সাধন না হয়, তাহলে বিষয়টি নিয়ে দ্রত সিদ্ধান্ত নেয়া উচিৎ বলে তারা মনে করেন।