আজ সোমবার ১০ই এপ্রিল ২০২৩, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষ ২০ শেয়ার সংখ্যার (ভলিউম) দিক দিয়ে১১ টি খাতের শেয়ার ছিল। আজ শীর্ষ ২০ শেয়ার সংখ্যার (ভলিউম) দিক দিয়ে প্রথমে ছিল মিডল্যান্ড বাংক লিমিটেড।উল্লেখ্য, সদ্য আইপিও তে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, ব্যাংকটির আজ রেকর্ড পরিমাম লেনদেন হয়েছে। আজ ব্যাংকটির ১ কোটি ১৯লাখ ৩৩ হাজার ৭৬৯ টি শেয়ারের লেনদেন হয়েছে। অথচ ব্যাংক খাতের অনেক জায়ান্ট ব্যাংকের লেনদেনের চিত্র দেখে হতাস হতে হয়। স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগে এই ব্যাংকের হঠাৎ এত কেন লেনদেন হচ্ছে।
বাজারে তালিকাভুক্ত বহু জায়ান্ট ব্যাংকের লেনদেন হচ্ছে ১/২ হাজার মাত্র, সেখানে নতুন আইপিও তে আসা একটি নতুন ব্যাংকের লেনদেন হচ্ছে ১ কোটির উপরে।
যেখানে বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ার কিনছেন ই না সেখানে আইপিওতে আসা নতুন একটি ব্যাংকের প্রতি কেন এত আগ্রহ দেখাচ্ছেন, জানতে চাইলে বেশ কিছু বিনিয়োগকারী জানান লস করি লাভ করি একটি উত্তেজনা তো আছে। ফ্লোরে থাকা ব্যাংক কিনে লাভ কি ?
অন্য একজন বিনিয়োগকারী আজ মিডল্যান্ড ব্যংক কিনেই ৫% লসে যাওয়ার পরেও বলছেন লস করলে ও অত কস্ট পাইনা, যে কস্ট ফ্লোরে আটকে থাকতে পাই।