আজ বুধবার ১লা মার্চ ২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৫৪ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ৫৯.৯৮ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৪৯ টি কোম্পানির ট্রেড হয়েছিল ৫০.১১ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৯.৮৭ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেট্রো স্পিনিং লিমিটেডের (METROSPIN), লেনদেন হয়েছে ১০.৮৬ লাখ। এর পরে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্সুরেন্সের ১০.২০ লাখ, মেঘনা লাইফের ৯.৬০ লাখ, আলহাজ্ব টেক্সটাইলের লেনদেন হয়েছে ৪.৯৪ লাখ ও বেক্সিমকো সুকুকের লেনদেন হয়েছে ৪.২৫ লাখ।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্সুরেন্সের (RUPALILIFE), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে মেঘনা লাইফের, সিপার্ল বিচের, আলহাজ্ব টেক্সটাইলের ও মেট্রো স্পিনিং লিমিটেডের।
প্রতিদিন বাজারে লেনদেন কম-বেশি যাই হচ্ছে, কিন্তু নিয়মিত মূল বাজারের ফ্লোর দামের চেয়ে কম দামে ব্লকে নিয়মিত লেনদেন হচ্ছে।
বেশকিছু বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেল, এক শ্রেণির দালাল ব্লক মার্কেটে টাকার মাধ্যমে শেয়ার কেনাবেচা করে নিয়মিত কমিশন খাচ্ছেন। এক জন বিনিয়োগকারী কাছ থেকে পরিচয় গোপন রাখার শর্তে জানা যায়, কিছু মার্চেন্ট ব্যাংকের অফিসার বড় বড় কোডের শেয়ার না জানিয়েই ব্লক মার্কেটে বিক্রয় করে নিজেদের পকেট ভারি করছে, মুল মার্কেট থেকে ফ্লোর দামে ক্রয় করে সমন্বয় করে রাখেন।
বিনিয়োগকারীর কথার সুত্র ধরে, এমন অবস্থাতে করণীয় কি? জানতে চাইলে একজন বাজার বিশেষজ্ঞ বলেন, প্রথমে পোর্টফলিও ও দৈনিক লেনদেনের তালিকা তদারকি করার পরামর্শ দেন। কোন অনিয়ম থাকলে উক্ত ব্রোকার হাউজের কর্মকর্তা কাছে অভিযোগ জানাতে হবে। তারা উপযুক্ত ব্যবস্থা না নিলে ডিএসই, সিএসই ও বিএসইসি কাছে লিখিত অভিযোগ জানাতে হবে।