দেশের প্রধান পুজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে আজ বুধবার ২১ ডিসেম্বর ২০২২, ব্লক মার্কেটে আজ ৬১ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ৫৪.৩৩ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫২ টি কোম্পানির ট্রেড হয়েছে ৫৭.৩১ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২.৯৮ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাউথ বাংলা ব্যাংকের ২৬.৮১ লাখ, এর পরে একমি ল্যাবরেটরি ১০ লাখ, ইন্ট্রাকো ৪.৪৫ লাখ, মেঘনা পেট্রোলিয়াম ৩.৩১ লাখ, সিপার্ল ৩.০৩ লাখ।
আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি ল্যাবরেটরির এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়াম, সিপার্ল, এপেক্স ফুটওয়ার ও বেক্সিমকো ফার্মার।
উল্লেখ্য আজ ব্লোকে ৫৪.৩৩ কোটির লেনদেন এর মধ্যে একমি ল্যাবরেটরিরই ৬.৫৭ কোটি টাকার লেনদেন হয়েছ। প্রতিদিনের মতো আজও অনেক কোম্পানির মূল বাজারের ফ্লোর দামের চেয়ে কম দামে ব্লকে লেনদেন হয়েছে।
2 Responses
ধন্যবাদ দাদা, সব আপডেট খবর পাচ্ছি।
স্বাগতম, সাথেই থাকুন।
ধন্যবাদ