বাজারে সংশ্লিষ্ট দুটি বড় হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ কয়েকটি হাউজের বড় কর্মকর্তা ও পুঁজিবাজার বিশ্লেষক একজন সিনিয়র অধ্যাপকের সাথে কথা বলে জানা গেল বাজারের লোকজন বেশ দুশ্চিন্তায় আছেন। কখন ফ্লোর উঠে যাবে হঠাৎ করে, সে কারণে বিনিয়োগকারীরা দ্বিধাগ্রস্থ। এ কারণে কিছু বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ উপযোগি পুঁজি হাতে থাকলেও, তারা বিনিয়োগ করছেন না।
নাম প্রকাশ করার না করার শর্তে একজন বাজার বিশ্লেষক বলেন, ফ্লোর প্রাইজ নিয়ে একটি স্বচ্ছ সিদ্ধান্ত দেয়া প্রয়োজন কর্তৃপক্ষের। হয় তুলে দিবে, না হয় বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে যে ফ্লোর তোলা হচ্ছে না, একটা তারিখ পর্যন্ত। যা উল্লেখ করা দরকার।
এই বিষয়টির একটি সমাধান হওয়া উচিৎ। তাহলে অনেক বিনিয়োগকারী নিশ্চিন্ত হয়ে বিনিয়োগ করতে পারতো।
তিনি বলেন হুট করে কোন একটি অনলাইন পোর্টাল নিউজ করল বা লোক মুখে ফ্লোর প্রাইজ উঠে যাচ্ছে এক মুহূর্তে কথাটা ছড়িয়ে পরছে। আর তাতে মানুষ আতংকে আতংকিত হচ্ছেন। ফ্লোর প্রাইজের একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ থাকলে মানুষ গুজবে কান দিতনা।
বিনিয়োগকারীদের প্রত্যাশা সরকার বাজারের এই সঙ্কট লগ্নে এগিয়ে এসে পুঁজিবাজারের এই অচাল অবস্থার নিরশন করে, পুঁজিবাজার উন্নয়নের সহায়তা করবে এবং অনেকেই মনে করেন শেয়ার বাজারের এই মুহূর্তের করুণ অবস্থার জন্য ফ্লোর প্রাইজের ভূমিকা অনেক।
2 Responses
অবস্যই FLOOR PRICE তোলা দরকার
floor যখন দেওয়া হয়েছিল একটা সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ ফ্লোর তোলা হলো কেন 169 টি শেয়ারের
আবার 10% পার্সেন্ট কমে ব্লকে দেওয়ার সুযোগ করে দিয়ে বাজারকে একদম শেষ করে দেওয়া হয়েছে আমি পার্সোনাল যেটা মনে করি
এতো আইন-কানুন করে সেকেন্ডারি মার্কেটের উপরে মানুষে আস্থা চলে গেছে দেশ-বিদেশের মানুষের যেভাবে সুযোগ পাচ্ছেন পালাচ্ছেন।