বই মেলায় ডাঃ তানিয়া সুলতানা লাভলী ও ডাঃ এম শহীদ উল্লাহ রচিত স্বাস্থ্য বিষয়ক দুটি বই
ফেব্রুয়ারি ২, ২০২৩
১১:৩৬ পূর্বাহ্ন
ঢাশেবা রিপোর্ট
সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন facebook.com/dhakasharebazar2024
অমর একুশে বইবেলা ২০২৩ শুরু হয়েছে গতকাল ১লা ফেব্রুয়ারী। মেলায় স্বাস্থ্য বিষয়ক উল্লেখযোগ্য দুটি বই প্রকাশিত হয়েছে ডাঃ তানিয়া সুলতানা লাভলী ও ডাঃ এম শহীদ উল্লাহ রচিত “মিজান পাবলিশার্স” থেকে।
“মায়ের হাতে শিশুর যত্ন ও সঠিক খাদ্যাভাস” বইটি লিখেছেন ডাঃ এম শহীদ উল্লাহ।
“গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যকথা” বইটি লিখেছেন ডাঃ এম শহীদ উল্লাহ ও ডাঃ তানিয়া সুলতানা লাভলী
বই বই দুটি পাওয়া যাবে অমর একুশে বইমেলা, মিজান পাবলিশার্স থেকে, প্যাভিলিয়ন নং ০৪ থেকে ।