আজ ২৯ ডিসেম্বর২০২২ চলতি বছরের শেষ কর্ম দিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫৬ টি শেয়ারের ব্লকে মোট লেনদেন হয়েছে ১০৯.০২ কোটি টাকা।
গতকাল ব্লকে মোট ৫৭ টি কোম্পানির ট্রেড হয়েছে ৭৫.৩০ কোটি টাকা, আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ৩৩.৭২ কোটি টাকা।
আজকের ব্লকে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইপিডসি ফাইনান্সের, লেনদেন হয়েছে ২৩.৬৬ লাখ ,এর পরের অবস্থানে লেনদেন হয়েছে ফরচুন সুজের ১০.১৫ লাখ, সিএনএ টেক্সটাইলের ৯.৭০ লাখ, সোনালী পেপারের ৫.৩৩ লাখ এবং ব্রাক ব্যাংক লিমিটেড ৪.৫৩ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনালী পেপারের। এর পরে উল্লেখযোগ্য লেনদেন হয়েছে রেনেটার, আইপিডসি ফাইনান্স, বিয়াকান ফার্মা এবং ফরচুন সুজের।
উল্লেখ্য আজ ব্লকে ১০৯.০২ কোটির লেনদেন এর মধ্যে শুধু সোনালী পেপারেরই ৩৩.১২ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজ ডিএসইর মোট লেনদেন ৩৪৫.৪২ কোটি টাকা। এর মধ্যে শুধু ব্লকের লেনদেনই ১০৯.০২ কোটি টাকা। সে হিসাবে আজ ডিএসইর মূল লেনদেন ২৩৬.৪০ কোটি টাকা। যা গতকাল ছিল ১৮২.৯২ কোটি টাকা মাত্র।
একটি রেসপন্স
সব কোম্পানির ফ্লোর ঊঠে গেলে ব্লকের লেনদেন কমত হয়ত