আজ বছরের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক ধারাতে লেনদেন চলছে শুরু থেকেই এই রিপোর্ট লেখা পর্যন্ত। আজ ডিএসইতে লেনদেন হওয়া কিছু কোম্পানি বেশ গতি নিয়ে লেনদেন হচ্ছে। আজ বেলা ১২ টা পর্যন্ত ২ ঘন্টায় ডিএসইতে ১২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজারের সারবিক বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৪ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬ টির।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ইতিবাচক ধারাতে লেনদেন চলছে। আজ সিএসইতে বেলা ১২ টা পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একটি রেসপন্স
নতুন বছরের দিকে আমরা পাব্লিক তাকিয়ে আছি।