ঢাকা শেয়ার বাজার

২৪ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪৩২

বন্যা পরিস্থিতির জন্য বাংলাদেশ সঙ্গে ফারাক্কা চুক্তির দায়, কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ মমতার

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের কিছু অংশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তির ওপর দায় চাপিয়ে আবারও কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করলেন।

রাজ্যটির রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের সঙ্গে তিনি এ নিয়ে কথা বলেন বলে প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুখ্যমন্ত্রী বলেছেন, ‘উত্তরের জেলাগুলো বন্যার মুখোমুখি হয়েছে। বাংলাদেশের সঙ্গে ফারাক্কা চুক্তি নবায়ন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্র পরামর্শ করেনি।’

গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি ফারাক্কা চুক্তি নবায়ন করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তখনই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন মমতা। মমতার তৃণমূলের পক্ষে তখন বলা হয়, ফারাক্কা-গঙ্গা চুক্তিতে রাজ্য সরকারও পক্ষ। কিন্তু চুক্তি নবায়নের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি। গঙ্গার ড্রেজিংয়ের কাজ বন্ধ হয়ে গেছে, যা বাংলায় বন্যা ও ভাঙনের প্রাথমিক কারণ।

বৈঠকের পর সোমবার মমতা বলেন, ‘গঙ্গার ভাঙনের সমস্যা কেন্দ্রের দেখা উচিত ছিল। তবে গত ১০–১২ বছর ধরে কিছুই করা হয়নি। কেন্দ্রীয় সরকার ফারাক্কায় ড্রেজিংয়ের কাজ করেনি। বাংলাদেশের সঙ্গে যখন (পানি–বণ্টন) চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তখন বলা হয়েছিল গঙ্গা ড্রেজিংয়ের কাজ করা হবে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, কিন্তু গঙ্গা নদীর তীরের ভাঙনে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভাঙন রোধে ৭০০ কোটি রুপির প্যাকেজও ঘোষণা করা হয়েছে। আমি এটা জানি, কারণ আমি তখন এমপি ছিলাম। অথচ বিশেষ প্যাকেজের টাকা আজ পর্যন্ত রাজ্যকে দেওয়া হয়নি।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে, তারা (কেন্দ্র) বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার আগে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করত। কিন্তু এবার আমাকে না জানিয়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হচ্ছে।’

তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের চলমান আলোচনার প্রসঙ্গও আসে মমতার বক্তব্যে। এ ইস্যুতে তার বিরোধিতার কারণ নিয়ে তিনি বলেন, ‘তারা কি এমন কোনো পানি দিতে চায়? সেই চুক্তি স্বাক্ষর হলে উত্তরবঙ্গে কেউ পানীয় জল পাবে না।’

মমতা বলেন, ‘সিকিম যখন ১৪টি প্রকল্প (তিস্তার ওপর) নির্মাণ করেছিল, তখন কেন্দ্রীয় সরকার একটি কথাও বলেনি। তাদের কোনো পর্যবেক্ষণ প্রক্রিয়া নেই এবং আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। উত্তরবঙ্গের নদী ভাঙন রোধে আমরা এখন কোটি কোটি টাকা ব্যয় করছি। আমরা আত্রাই নদীর ভাঙন বন্ধ করেছি।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে হওয়া গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এরই মধ্যে ফারাক্কা চুক্তির নবায়নকে বাংলা ‘বিক্রি করার পরিকল্পনা’ বলেও মন্তব্য করেছে মমতার দল।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।