বহুদিন পরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যাংক খাতের শেয়ারের লেনদেন হতে দেখা গেল। আজ রবিবার মাসের শেষদিন ১৩ টি ব্যাংকের লাখের উপরে লেনদেন হয়েছে। আজ ব্যাংক খাতের শেয়ারের মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সদ্য আইপিও তে আসা মিডল্যান্ড ব্যাংকের।আজ ব্যাংকটির ১৬ লাখ ৭৯ হাজার ৮৩ টি শেয়ারের লেনদেন হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের ১৩.৫৭ লাখ,যমুনা ব্যাংকের ১১.৫২ লাখ,মারকেন্টাইল ব্যাংকের ১০.১১ লাখ ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ৮.৮০ লাখ শেয়ারের লেনদেন হয়েছে।
আজ টপ ২০ ভলিউম তালিকায় ব্যাংক খাতের দুটি শেয়ার চলে এসেছে সে দুটি হলো মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের ৩৫ টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই ২১ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, এর মধ্যে বেশিরভাগ ব্যাংকের দাম ও পেক্ষাপট বিচারে ভালো লভ্যাংশ ঘোষণা করেছে।
তালিকাভূক্ত ব্যাংক খাতের ৩৫ টি ব্যাংকের মধ্যে ইতিমধ্যেই ২১ টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে, আজ বাকি ১৪ টি বাংকের লভ্যাংশ ঘোষণা আসবে।
আজ বহুদিন পরে ব্যাংক খাতের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ লক্ষ্য করা গেল।অনেক বিনিয়োগকারী আছেন যারা ব্যাংক খাতের ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও ভালো হবার কারণে এই খাতের শেয়ারে বিনিয়োগ করেন।