আজ সোমবার ২৩ ই মে ২০২৩, সপ্তাহের ৩য় দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন দারুন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে বেশ বেড়েছে। বহু দিন পরে আজ কাঙ্খিত সূচকের মাইলফলক ৬৩০০ ছাড়িয়েছে।
আজ ডিএসইতে মোট ৯২০.২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে ডিএসইতে ৭০৭.৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ গত কর্মদিবসের চেয়ে লেনদেন বেশি হয়েছে ২১২.৮১ কোটি টাকার।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩০৬.১৮ পয়েন্টে। অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭১.১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯৫.৮১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩৪৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দাম বেড়েছে ১৩৪ টির, দাম কমেছে ৩৬ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৭৮ টি কোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ৮ টি খাতের শেয়ার ছিল। আজকের দাম বৃদ্ধির শীর্ষ তালিকা বারবার পরিবর্তন হয়েছে, আজকের বাজার গতিবিধিতে ছিল মিশ্রভাব। বহুদিন পরে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় খাদ্য খাতের বিবিধ খাতের ৪ শেয়ার উঠে এসেছে। আজ দিনের শেষ ভাবে ইন্সুরেন্স খাতের ৭ টি শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় কিছু স্বল্প মূলধনি কোম্পানি উঠে এসেছে। মোট কথা আজকের বাজার ছিল বৈচিত্র্যময়।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা।
অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমলে ও লেনদেন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৭৯ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৫৮২.৫৭ পয়েন্টে।
আজ সিএসইতে মোট ১৯.৬১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ২৪.৫৮ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৪ কোটি ৯৭ লাখ টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসইতে মোট ২১৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ৩৭ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৮৬ টি কোম্পানির।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে ।
আজ সিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০ টি শেয়ার।
উভয় পুঁজিবাজারে শুরুতে নেতিবাচক ধারাতে বাজার শুরু হলেও দিন শেষে বাজার ইতিবাচক ধারাতে আজকের লেনদেন শেষ করেছে। আজ লেনদেনের শেষ দিকে বাজারে ইন্সুইরেন্স খাতের শেয়ারের প্রতি মানুষের চাহিদা লক্ষ্য করা গিয়েছে।
আজকের বাজারের উল্লেখযোগ্য দিক হলো বহু দিন পরে কাঙ্খিত সূচকের মাইলফলক ৬৩০০ ছাড়িয়েছে। যা বাজারের প্রতি বিনিয়োগকারীদের দারুন ভাবে উজ্জিবিত করেছে। ঘুরেফিরে বিভিন্ন খাতের শেয়ার বাজার মুভমেন্টে চলে এসেছে এটা বাজারের জন্যে একটি ইতিবাচক দিক।
বাজার সংশ্লিষ্ট বেশ কিছু অভিজ্ঞ বাজার বিশ্লেষকদের মতে বাজারের এই পেক্ষাপটে ভালো, মৌলভিত্তির শেয়ার শেয়ার লেনদেনে আসলে বাজার ধারাবাহিকতা বজায় রেখে আগাতে পারতো।
2 Responses
However, the market is slowly going in a better direction, some sectors have done well and there are some big sectors. If they are free, the market will be better. Because of the floor, many people have survived. Otherwise, many people would have committed suicide or lost a lot of money. Inshallah, slowly everyone will get off the floor. Stay well everyone
বাজার ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে, কিছু সেক্টর ভাল করেছে,,পাশাপাশি মৌলভিত্তির শেয়ার ভালো হলে বাজারের প্রতি মানুষের আস্থা আসত