ঢাকা শেয়ার বাজার

৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার ২০ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে এমিরেটসের নতুন ম্যানেজার জাবের

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাংলাদেশের জন্য নতুন এরিয়া ম্যানেজার হিসেবে জাবের মোহামেদকে নিয়োগ দিয়েছে এমিরেটস এয়ারলাইন। এই নিয়োগ ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর হবে। তিনি বর্তমান এরিয়া ম্যানেজার মোহামেদ আল হাম্মাদীর স্থলাভিষিক্ত হচ্ছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস।

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে আসছে। বর্তমানে ঢাকা থেকে পরিচালিত সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২১টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরিয়া ম্যানেজার হিসেবে জাবেরের দায়িত্ব হবে বাংলাদেশে এমিরেটস পরিচালিত কার্যক্রমে নেতৃত্ব প্রদান, উন্নয়ন সাধন, এবং এয়ারলাইনটির অবস্থান সুদৃঢ়করণ। তিনি পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলের দায়িত্বে নিয়োজিত এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- কমার্শিয়াল আহমেদ খুরীর কাছে রিপোর্ট করবেন।

জাবের মোহামেদ ২০১০ সালে এমিরেটসে যোগ দেন এবং এয়ারলাইনটির ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। প্রাথমিকভাবে ২০১২ সাল পর্যন্ত তিনি আউটস্টেশন ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি সাইপ্রাস, গ্রিস, উগান্ডা ও তাইওয়ানে এরিয়া ম্যানেজার এবং ফিলিপাইনে কান্ট্রি ম্যানেজার ছিলেন।

২০০৭ সালে জাবের শারজাহ বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। ইউএই’র বিচার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ইনস্টিটিউট অব ট্রেনিং অ্যান্ড জুডিশিয়াল স্টাডিজ থেকে জুডিশিয়াল স্টাডিজ বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!