দেশের বাজারে সোনার দাম আরেক দফা বাড়েছে। এবার ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এই দাম এখন দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম গত শুক্রবার থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গত বৃহস্পতিবার রাতে সোনার দাম বাড়ানোর বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। সর্বশেষ ৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বৃদ্ধি করে তারা। তখন সমিতির নেতারা যুক্তি দেখিয়েছিলেন, স্থানীয় বুলিয়ন মার্কেটে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এবারও একই দাবি করে সোনার দাম বাড়িয়েছেন সমিতির নেতারা।
দাম বাড়ায় গতকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট ৭২ হাজার ৩১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম হবে ৬০ হাজার ৩০৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
একটি রেসপন্স
ভাগ্য ভালো বিয়েসাদি আগে করেছিলাম,না হয় এখন বিয়া করলে বউকে তো কোন সোনা দেয়াই সম্ভব হতো না।