ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আইসিবির শেয়ার বিক্রি করবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ব্যাংকটির কাছে বর্তমানে আইসিবির ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার রয়েছে।

আগামি ৩০ কার্য দিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৭৫ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত লোকসান কমেছে ৬৮ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ০.৮৭ টাকা, আগের হিসাব বছরে যা হয়েছিল ২.৭৩ টাকা । গত ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১.০৮ টাকা ।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে আইসিবি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মুলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৬৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১০ কোটি ৫৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬১। এর মধ্যে ৬৯.৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১.৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১.৭৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।