ঢাকা শেয়ার বাজার

২০ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ৬ চৈত্র ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারি ,ফেসবুকে সহজ শর্তে কম সুদে ঋণের প্রলোভন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নাম মনোগ্রাম ব্যবহার করে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন।সাধারণ  মানুষকে সহজ শর্তে, কম সুদে ঋণের প্রলোভন দেখাচ্ছে মোবাইল অ্যাপস, ভিডিও ফেসবুকে  এসব প্রতারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক জনগণকে সরাসরি কোনো প্রকার ঋণ প্রদান করেনা।

বাংলাদেশ ব্যাংক বিষয়ে জরুরি সতর্কতা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম বা লোগো ব্যবহার করে কিছু মোবাইল অ্যাপস, ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে কম সুদে ঋণ বা সহজ ঋণপ্রদানের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। যেহেতু বাংলাদেশ ব্যাংক জনগণকে কোনো প্রকার ঋণপ্রদান করে না। তাই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক সংবাদ মাধ্যমকে বলেন, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সহজ শর্তে কম সুদে ঋণের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংকের নাম, মনোগ্রাম ব্যবহার করছে।বিষয়টি আমাদের নজরে এসেছে। এসব প্রলোভনের বিজ্ঞাপন দেখে কেউ যেন তাদের সঙ্গে লেনদেন না করে, তার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারণ এসব প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের সঙ্গে লেনদেনকরবেন। অনুমোদিত প্রতিষ্ঠানের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া আছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।