দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকে অনেক অনিয়ম হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যেসব অপরাধ হয়েছে, যারা এর সাথে জড়িত তা তদন্ত করা হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ড. সালেহ উদ্দিন আহমেদ ।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বচ্ছতা আনতে হবে, ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের অনেক অনিয়ম হয়েছে । সেই অনিয়ম দূর করবো, শেয়ার বাজারে অনেক ইনসাইডার লেনদেন ও অনিয়ম হয়েছে ধাপেধাপে সেই সব অনিয়ম দূর করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের স্বচ্ছতা আনতে হবে।

এর আগে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যাত্রা শুরু করে।