দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংকে অনেক অনিয়ম হয়েছে। বাংলাদেশ ব্যাংকে যেসব অপরাধ হয়েছে, যারা এর সাথে জড়িত তা তদন্ত করা হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ড. সালেহ উদ্দিন আহমেদ ।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বচ্ছতা আনতে হবে, ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের অনেক অনিয়ম হয়েছে । সেই অনিয়ম দূর করবো, শেয়ার বাজারে অনেক ইনসাইডার লেনদেন ও অনিয়ম হয়েছে ধাপেধাপে সেই সব অনিয়ম দূর করে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাত ও শেয়ার বাজারের স্বচ্ছতা আনতে হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
একটি রেসপন্স
অবৈধ সম্পদ অর্জনকারীদের সম্পদ ক্রোক করে রাষ্ট্রের ঋণ পরিশোধ করা হোক। পাচারকৃত টাকা মানি লন্ডারিং মামলার মাধ্যমে বিদেশে থেকে দেশে নিয়ে আসা হোক।।