ঢাকা শেয়ার বাজার

১৪ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ৩০ ভাদ্র ১৪৩১

বাজারের প্রতি মানুষের আস্থার অভাব, আস্থা ফিরে আসলেই বাজারের গতি বাড়বে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আজ মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ তারিখে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে। অপর দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন গতদিনের চেয়ে কিছুটা কমলেও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের বেড়েছে। 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল সূচক শুরুতেই ইতিবাচক প্রবনতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও কিছুক্ষণের মধ্যে বাজার নেতিবাচক ধারাতে চলে যায়, তারপর বেশ কয়েক বার সূচকের ইতিবাচক হবার প্রবনতা দেখা গেলেও, আবারও সূচক নেতিবাচক ধারাতে চলে যায়। এভাবে সূচকের উঠানামার মধ্য দিয়ে শেষ পর্যন্ত গত দিনের চেয়ে মাত্র ২.৮৩ পয়েন্ট বেড়ে আজকের লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৪৯.৫৪ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৭২৭.৩৮ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৭৭.৮৪ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ২.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৬২.৩১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১.৫৭  পয়েন্টে। ডিএস ৩০ সূচক ০.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২২৫.৮৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭ টির, দাম কমেছে ১১০ টি এবং দাম অপরিবর্তিত ছিল ১৮৩ টির।

অপরদিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন দারুন ইতিবাচক ধারাতে শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৯১ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৪৪৫.৭২ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ২০.১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ১৬.৪৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৩.৬৯ কোটি টাকার বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসই তে মোট ১৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬ টির, কমেছে মাত্র ৪৭ টির এবং অপরিবর্তিত ছিল ৮২ টি কোম্পানির।

আজ বেশ কিছু ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের অফিসে গিয়ে হাউজের অফিসার ও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা প্রান চাঞ্চলতা দেখে গেল। ট্রেডারদের ট্রেডে ব্যস্ততার মধ্যে দেখা গেল। বিভিন্ন বিনিয়োগকারী খোঁজ খবর নিচ্ছেন, বিভিন্ন শেয়ার নিয়ে আলাপ আলোচনা করছেন।

অনেকদিন পরে উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেনে কিছুটা ইতিবাচক ধারাতে আসার কারণে বিভিন্ন হাউজে নতুন করে বিও একাউন্ট করতে এসেছেন কিছু বিনিয়োগগকারি, ঢাকা শেয়ার বাজার ডট কমকে জানান কয়েক জন অফিসার।

গতকাল ও আজ বেশ কয়েকজন বিনিয়োগকারীদের সাথে কথা বলে জানা গেল, তাদের সবার মোটামুটি একই কথা বাজারের প্রতি মানুষের আস্থার অভাব, আস্থা ফিরে আসলে বাজারের গতি বাড়বে। বিনিয়োগ করার মতো অনেক ফান্ড থাকলেও, তারা বিভিন্ন আতঙ্কের কারণে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না। তাদের কাছে জানতে চাওয়া হল, কিসের আতংকে তারা ভুগছেন? উত্তরে তারা জানালেন এ বছর নির্বাচনের বছর তাই বিভিন্ন গুজবের কারণে মানুষ আতঙ্কের আতঙ্কিত।

তাদের এক কথা বাজারের প্রতি আস্থা ফিরে আসলে এই বাজারে বিনিয়োগ করার মতো অনেক ফান্ড চলে আসবে। বাজারের প্রতি মানুষের আস্থার অভাব, আস্থা ফিরে আসলেই বাজারের গতি বাড়বে

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!