পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেড আগামি ফেব্রুয়ারি মাসে মুড়ি উৎপাদনে যাচ্ছে এই লক্ষ্যে কোম্পানিটি নতুন একটি উৎপাদন লাইন স্থাপন করতে যাচ্ছে। আগামী মাসের শেষ দিকে বাজারে পাওয়া যাবে ফু-ওয়াং ব্র্যান্ডের এই মুড়ি।
ফু-ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদের সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন উৎপাদন লাইন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ওই প্রোডাকশনলাইন স্থাপন করা হবে। এই লাইন স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। তাতে দৈনিক ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।
আজকের সভায় চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জুলাই’২২-ডিসেম্বর’২২) পারফরম্যান্স মূল্যায়নে নিরীক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
একটি রেসপন্স
The company is likely to do well in the future. Its products are very popular at the grassroots level.