বাজার ঘুরছে চরকার মতো, বিনিয়োগকারীগন বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে, আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে। এক কথায় মানুষজন দারুন হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।
মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুনভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজার তালিকাতে।
আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্য সূচকের উঠানামা মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। এদিন বেলা ১২টা ৩০ পর্যন্ত ডিএসইতে ২৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬,২৩৯ পয়েন্টে। অন্য সূচকগুলো নেতিবাচক ধারাতে লেনদেন চলছে।
অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের ইতিবাচক ধারাতে লেনদেন চলছে। আজ সিএসইতে বেলা ১২টা ৩০ পর্যন্ত ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একটি রেসপন্স
আমাদের মাথাও ঘুরছে চাকার মতো!!