ঢাকা শেয়ার বাজার

৮ নভেম্বর ২০২৪ শুক্রবার ২৩ কার্তিক ১৪৩১

বাজার নিয়ে অস্থির হয়ে পরছেন বিনিয়োগকারীরা ,বুঝতেই পারছেন না কি হচ্ছে !

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বাজার নিয়ে অস্থির হয়ে পরছেন বিনিয়োগকারীরা, বুঝতেই পারছেন না কি হচ্ছে! কোন কিছুতেই যেন কিছু হচ্ছেনা। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে, ঘন্টার ব্যবধানে ইতিবাচক ধারা থেকে নেতিবাচক হয়ে যাচ্ছে শেয়ারের দাম। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে। গতকাল একজন বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার. কম কে হতাশার সাথে বললেন, গতকাল সকালে আমার রুপালী লাইফে ১০ হাজার শেয়ারে .৫০ লাখ টাকা লাভ ছিল, দিন শেষে শেয়ারটি লসে চলে এসেছে। জানিনা কাল আরো কত দাম কমে।

এই রিপোর্ট লেখা সময় শেয়ার টির দাম চলছে ১০৫.৮০ টাকা ,গতদিন শেয়ার টি ১২৪ টাকার উপরে লেনদেন হয়েছিল। এ কথায় মানুষজন দারুন হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।

মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিংকরতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলেযাচ্ছে টপ লুজার তালিকাতে।

আজকের উভয় স্টক এক্সচেঞ্জের বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল্যসূচকের উঠানামা মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে। বেলা ১২টা ১০ পর্যন্ত ডিএসইতে ১৬৫ কোটি  ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ,২১৭ পয়েন্টে। অন্য সূচক গুলো অল্প ইতিবাচক ধারাতে লেনদেন চলছে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সূচকের উঠানামা মধ্য দিয়ে লেনদেন চলছে।আজ সিএসইতে বেলা ১২টা ১০ পর্যন্ত কোটি  ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনহয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার
error: বিষয়বস্তু সুরক্ষিত !!