আজ রবিবার ৪ঠা জুন ২০২৩, সপ্তাহের প্রথম দিন বাজার ছিল বৈচিত্রময়। আজ একেক সময় বিভিন্ন খাতের শেয়ার দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় আসা যাওয়ার মধ্যে ছিল। শুরুতে লাইফ ইন্সুইরেন্স একক দাপট থাকলে ও দিন শেষে বিভিন্ন খাতের শেয়ারের দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় চলে আসে।
আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় ৯ টি খাতের শেয়ার থাকলে ও আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় লাইফ ইন্সুইরেন্স ও আইটি খাতের আধিপত্য দেখা গেল।
আজকে দাম বৃদ্ধির শীর্ষে ছিল যে সব কোম্পানি
আজ আইটি ও লাইফ ইন্সুইরেন্স খাতের পাশাপাশি অনেক দিন পরে ইঞ্জিনিয়ারিং খাতের তিনটি শেয়ার উঠে এসেছে।
আজ লেনদেন শেষ হবার আগে কয়েকটি হাউজের অফিসের ঘুরে বেশ কিছু বিনিয়োগকারীদের বলতে শোনা গেল, বাজার বাড়ছে আমাদের কি লাভ হচ্ছে? চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই আমাদের। আজ গত বছরের নভেম্বর মাসের পরে ডিএসইতে রেকর্ড পরিমান লেনদেন হলেও মৌলভিত্তির শেয়ারের গতিবিধি না থাকাতে এই সব শেয়ার হোল্ডারদের বরাবরের মত আফসোস করতে দেখা গেল। বাজার বাড়লেও হতাশার মধ্য দিয়ে দিন পার করছেন মৌলভিত্তির শেয়ার হোল্ডাররা।