পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি, চামড়া খাতের বাটা সুকোম্পানি (বাংলাদেশ ) লিমিটেডের (BATASHOE) অর্থ পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
কোম্পানি জানিয়েছে যে, জনাব ইলিয়াস আহমেদ (FCMA ) কোম্পানির অর্থ পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। যা গতকাল ১৫ মার্চ ২০২৩ থেকে কার্যকর হয়েছে।
খবর টি আজ ডিএসইর নিউজ বিভাগে প্রকাশিত হয়েছে।