পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড (BATASHOE) এর চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৩–মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিকপ্রতিবেদন প্রকাশ করেছে।১৪ ই মে ২০২৩ অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদনপর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
১ম প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (জানুয়ারী ২০২৩ – মার্চ ২০২৩) শেয়ার প্রতি আয়(EPS) হয়েছে ৯.৯৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় (EPS) ছিল ৫.০১ টাকা।
গত ৩ মাসে কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৯৯ শতাংশ বেড়েছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১.৭৩ টাকা, যা আগের বছরে ছিল ১০.২৩ টাকা। গত ৩ মাসে কোম্পানিটিরনেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে।
গত ৩১ শে মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২৬২.১২ টাকা। যা আগের বছরে ছিল ২৫২.১৬ টাকা।