সয়াবিন তেলের দাম নির্ধারণের দুই দিন পার হলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে নতুন দরের সয়াবিন তেল সরবরাহ নেই। সয়াবিন তেলের দাম বাড়ানোর পর খাতসংশ্লিষ্টরা বলেছিলেন, দু-এক দিনের মধ্যেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে।
কিন্তু রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানগুলোতে বোতলজাত সয়াবিনের সরবরাহ ঠিক হয়নি। যদিও গত সোমবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা বাড়ানোর ঘোষণা এসেছে।
ব্যবসায়ী ও বিক্রেতারা বলছেন, দুই-এক দিনের মধ্যে নতুন দরের বোতলজাত সয়াবিন তেল বাজারে আসা শুরু করলে সংকট কাটবে।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর ভাটারা মিরপুর, নতুন বাজার, রামপুরা ও গুলশানের কালাচাঁদপুরের বেশ কয়েকজন বিক্রেতা জানান, সয়াবিন তেলের দাম বাড়ার পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত তেল সরবরাহ শুরু করেননি।
তবে কয়েকজন দোকনদার জানিয়েছেন, তাদের কাছ থেকে গতকাল বোতলজাত তেলের অর্ডার নিয়েছেন ডিলাররা। বৃহস্পতিবার এসব তেল সরবরাহ করার কথা রয়েছে।
খুচরা পর্যায়ে কয়েকটি দোকানে পুরনো তেলের বোতল থাকলেও বাড়তি দামে বিক্রি করতে দেখা গেছে।
অন্যদিকে ডিলাররা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পর তাদের কাছ থেকে কম্পানিগুলো অর্ডার (ডিউ) নিয়েছে। এরই মধ্যে তারা রাজধানীর কিছু এলাকায় তেল সরবরাহ শুরু করেছেন। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে খুচরা পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।