পুজিঁবাজারে তালিকাভুক্ত পাওয়ার খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড(BARAKAPOWER) এর ১ জন পরিচালক শেয়ার বিক্রয় এবং ২ জন পরিচালক শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
কোম্পানি জানিয়েছে আবদুল বারী, কোম্পানির অন্যতম পরিচালক, ৪৭,১৪,১৩৮ টি শেয়ার (ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আর ২ জন পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রা.) লিমিটেড এবং ফিউশন হোল্ডিংস (প্রা.) লিমিটেড, উভয় কর্পোরেট ডিরেক্টর কোম্পানিটির আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রচলিত বাজার মূল্যে (ব্লক মার্কেটে) যথাক্রমে ২০,৪৫,৫৭৯টি শেয়ার এবং ২৬,৬৮,৫৫৯টি মোট ২ জনে মিলে ৪৭,১৪,১৩৮ য়ি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
মূলত কোম্পানির একজন পরিচালকের বিক্রি করা শেয়ার ই অন্য ২ জন পরিচালক কিনে নিবেন।