পুঁজিবাজারে তালিকাভুক্ত পাওয়ার খাতের কোম্পানি বারাকা পতেঙ্গা লিমিটেড (BPPL)চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ‘২০২২-ডিসেম্বর’২০২২) ও (জুলাই ‘২০২২-ডিসেম্বর’২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি প্রান্তিকে বারাকা পতেঙ্গা লিমিটেডের ইপিএস কমার এনওসিএফপিএস বাড়ার এবং এনএভিপিএস কমার কারণ জানিয়েছে,
ইপিএস কমার কারণ সহায়ক কোম্পানি এবং নিজস্ব কোম্পানিতে বৈদেশিক মুদ্রার লেনদেনে বিনিময় ক্ষতির উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে ইপিএস হ্রাস পেয়েছে।
এনওসিএফপিএস বাড়ার কারণ, গ্রাহকদের কাছ থেকে প্রাপ্তির তুলনায় সরবরাহকারীদের কম অর্থ প্রদানের কারণে NOCFPS বৃদ্ধি পেয়েছে।
এবং এনএভিপিএস কমার কারণ হিসাবে জানিয়েছে চলতি সময়ের মধ্যে লোকসানের কারণে NAVPS হ্রাস পেয়েছে।